রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মো. হৃদয় (২৮) এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর একটায় মৃত ঘোষণা করেন।

নিহতের মা হাসিনা বেগম বলেন, সকালে পারিবারিক বিষয় নিয়ে আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সে সবার অগোচরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। অনেকক্ষণ ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় পরে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসারা জানান আমার ছেলে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, হৃদয় একটি টেইলার্সের দোকানে কাজ করতো। কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় আমরা ভাড়া থাকি। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।

এসএএ/জেডএস