আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা সহকারী প্রকৌশলী সরদার উদয় রায়হানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

বাপাউবো জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা একদিনের মধ্যে কমে যেতে পারে। এছাড়া, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পোড়াবাড়ি পয়েন্টের পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে কমে যেতে পারে এবং তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি বিপৎসীমার নিচে নেমে আসতে পারে।

এসআর/এসকেডি