মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরীফুল গ্রেপ্তার
গ্রেপ্তার মো. শরীফুল ইসলাম।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. শরীফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শুক্রবার (১৮ আগস্ট) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে গতকাল রাতে শরীফুলকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। তিনি ২০২০ সালের লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব-৩ এর এ কর্মকর্তা বলেন, শরীফুলকে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চলতি বছরের আগস্ট মাসে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি এলাকা ছেড়ে রাজধানী ও নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
বিজ্ঞাপন
এমএসি/এফকে