ঢাকার কেরানীগঞ্জের গদারবাগের একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় বাবা-মা ও বোনের পর না ফেরার দেশে চলে গেল দগ্ধ পাঁচ বছর বয়সী শিশু রোজা। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ছয়জনের মৃত্যু হলো।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি বলেন, কেরানীগঞ্জের কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় তিনজন চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় শিশু রোজা মারা যায়।তার  শরীরের ৫০ শতাংশ ফেসবার্ন ও ইনহ‍্যালেশন ইনজুরি হয়েছিল।

রোজার নানা ফারহাদ জানান, আগুনের ঘটনায় রোজার বাবা সোহাগ, মা মিনা বেগম, ছোট বোন তাইবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও চাচাতো বোন ইশা আক্তার মারা যায়। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায় এবং তিনজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উল্লেখ্য, গত সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে পাশের সেমিপাকা টিনশেড বাসায়। ওই বাসায় ভাড়া থাকত রোজা ও তার চাচার পরিবার। ঘটনার দিন ঘটনাস্থলে তিনজন. হাসপাতালে আনার পর একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়।

এসএএ/কেএ