রাজধানীর হাতিরঝিল থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শিপন হাওলাদারকে (৪১) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-৮ এর দল।

মঙ্গলবার (২২ আগস্ট) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় র‍্যাব-৩ ও র‍্যাব-৮ অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করে। শিপন ডিএমপির কদমতলী থানার ২০১৬ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। শিপন বরিশাল জেলার মুলাদী এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার শিপনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, বিগত ২০১৬ সালে ডিএমপির কদমতলী থানায় শিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। মামলার বিচারিল কাজ শেষে চলতি বছরের মে মাসে আদালত শিপনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকেই সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/জেডএস