ডিএমপির দুই ইন্সপেক্টরকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বিজ্ঞাপন
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন দাসকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো.মাহবুবুর রহমান সরকারকে রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
দ্রুত এই বদলির আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
এমএসি/এনএফ