মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন কাজ পরিচালনায় ডিএনসিসির কমিটি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন কাজ পরিচালনা করতে পৃথক দুটি কমিটি গঠন করেছে সংস্থাটি। শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক পৃথক দুটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ডিএনসিসির আওতাধীন মহাখালী আন্তঃনগর বাস টার্মিনালে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজের দরপত্র সংগ্রহ, ইজারা কার্যক্রমসহ অন্যান্য কাজের জন্য দরপত্র উন্মুক্তকরণ কমিটি ও দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারাই মূলত মহাখালী টার্মিনালের বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালনা করবেন।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মহাখালী বাস টার্মিনালের জন্য দরপত্র প্রস্তাব উন্মুক্তকরণ কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএনসিসির পরিবহন শাখার মহা-ব্যবস্থাপককে। সেইসঙ্গে সদস্য সচিব হয়েছেন পরিবহন শাখার ব্যবস্থাপক এবং কমিটির বাকি সদস্য হলেন- ডিএনসিসির যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
অন্যদিকে, দরপত্র মূল্যায়নে ৭ সদস্যের কমিটির সভাপতি ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, সেইসঙ্গে সদস্য সচিব ডিএনসিসির পরিবহন শাখার মহা-ব্যবস্থাপককে করা হয়েছে। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিএনসিসির উপ-রাজস্ব কর্মকর্তা, মহাখালী বাস টার্মিনালের সহকারী ব্যবস্থাপক এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
বিজ্ঞাপন
এএসএস/এফকে