চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নগরের ২৩টি স্থানে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে এগারোটা থেকে চট্টগ্রাম জেলা  প্রশাসনের ২০ জন ও বিআরটিএর তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান শুরু করেছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ অভিযান চলবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি  প্রতিপালনের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করবেন ম্যাজিস্ট্রেটরা। যাদের মাস্ক থাকবে না তাদের মাস্ক দেওয়া হবে। যারা একবারেই স্বাস্থ্যবিধি মানবেন না তাদের জরিমানা করা হবে।

চট্টগ্রাম সার্কিট হাউসে সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এসময় তিনি বলেন, সরকারের আদেশ কেউ অমান্য করলে তাকে শাস্তি ভোগ করতে হবে। আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, করোনার এই পর্যায়ে এসে যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের বাধ্য করা ছাড়া উপায় নেই।

উদ্বোধনী অনুষ্ঠানের পর চট্টগ্রাম জেলা প্রশাসক মানুষদের সচেতন করতে কাজির দেউড়ী বাজারে যান। এসময় তিনি মাস্ক বিতরণ করেন। 

কেএম/আরএইচ