ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে দিকে হাসপাতালের ১০৬ নং ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি হয়।

নবজাতকটির বাবা হিরন জানান, তাদের বাড়ি ভোলা সদরের ইলিশা গ্রামে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তিনদিন আগে তার স্ত্রী শাহিনা বেগমকে গর্ভবতী অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৬ নম্বর গাইনি বিভাগে (সিট নম্বর এক্সটা ওয়ান) ভর্তি করান।

তিনি জানান, ওই দিনই একটি ফুটফুটে ছেলে নবজাতকের জন্ম দেন তার স্ত্রী। আজ (বৃহস্পতিবার) দুপুরে নবজাতকের মা ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে নবজাতকটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তারা। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘটনা তদন্ত করছেন বলে জানিয়েছেন তিনি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো নাজমুল হক বলেন, আমরা আজ দুপুরের দিকে ঘটনাটি জানতে পারি। পরে শাহবাগ থানা পুলিশকে ডেকে এনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এসএএ/কেএ