ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সুস্থ অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমি প্রথমে পুলিশ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আপনাদের সঠিক সংবাদ পরিবেশন এবং পুলিশের আপ্রাণ চেষ্টায় খুব দ্রুত সময়ের মধ্যে বাচ্চাটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে। বাচ্চা ও তার মা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আগামী দু'এক দিনের মধ্যেই তাদের রিলিজ করে দেওয়া হবে।

ঢামেক পরিচালক আরও বলেন, আপনারা জানেন আমাদের পুরো মেডিকেল উচ্চক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায়। একটার বিপরীতে আরেকটি ক্যামেরা লাগানো, যাতে কোনো ফুটেজ আমাদের মিসিং না হয়। বাচ্চা চুরি হওয়ার পর আমরা কিন্তু দেখতে পেয়েছি কে চুরি করে নিয়ে গেল। আমি বলব এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রথম থেকে ধারণা করছিলাম পাশের বেডের যে নারী ছিলেন তিনি এই কাজটি করেছেন। পরে পুলিশ তাদের গোয়েন্দা তৎপরতা এবং তদন্তের মাধ্যমে বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন।

নবজাতকের মা শাহিনা বলেন, আমার সন্তানরে আমি ফিরে পাইছি এটাই আমার বড় সুখ। এখন আমার বড় চিন্তা কত তাড়াতাড়ি বাসায় ফিরব। আমার বাচ্চা দুধ পান করছে, সে সুস্থ আছে।

এদিকে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, নিজের শিশুকে আইসিইউতে রেখে অন্যের নবজাতককে চুরি করে নিয়ে যায় নুসরাত নামের এক নারীসহ চারজন। পরে পুলিশ তৎপরতা চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িতদের আটক করে।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৬ নাম্বার ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে শিশুটি চুরি হয়। 

এসএএ/জেডএস