বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন
‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন
বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে আইনটি আছে সেটি ১৯৮৯ সালের। সেখানে কয়েকটি ছোটখাটো সংশোধন আনা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের সিদ্ধান্ত ছিল কিছু পদের নাম পরিবর্তন করবে। সে পদের নাম পরিবর্তন করা হচ্ছে। সেখানে পরিচালনা পর্ষদ আছে। এই পর্ষদে সংসদ সদস্যদের থাকার সুযোগ আছে। সেখানে একজন নারী সাধারণ সদস্য থাকেন। সেই কথাটা বলা হয়েছে এবং ওখানে যেসব বিভাগ আছে সেই বিভাগের সংখ্যা বাড়ানো হয়েছে।
মাহবুব হোসেন বলেন, ওই আইনের মধ্যে বিধি ও প্রবিধি প্রণয়নের কোনো ক্ষমতা ছিল না। সেটি এখানে সংশোধন করা হয়েছে।
এসএইচআর/কেএ