মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো.মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-১১ এর যৌথ দল। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, ২০০৯ সালের ৪ জুন বরিশাল নগরীর বাবুগঞ্জ থানা এলাকা থেকে ১০ম শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে মো.মনির হোসেন ও তার কয়েকজন সহযোগী মিলে অপহরণ করে নিয়ে যায়। এরপর ভিকটিমকে বরিশাল নগরীর একটি বাসায় রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরদিন ভিকটিমকে নিয়ে মনির ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় যায়। এসময় মেয়েটির বাবাকে দেখে মনির পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে। মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত মনিরকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে মনির পলাতক। দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

এমএসি/এমজে