পল্টনে ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর এলাকা থেকে অজ্ঞাত (৭৫) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা উপ-পরিদর্শক (এস আই) মো. শাহিন মিয়া। তিনি বলেন, পল্টন থানার শান্তিনগর এলাকার ফুটপাতে অজ্ঞান অবস্থায় এক বৃদ্ধ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/এসকেডি
বিজ্ঞাপন