বক্তব্য দিতে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হবে আইন কর্মকর্তাদের
সম্প্রতি রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ড. ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। পাশাপাশি ড. ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই ঘটনায় নড়েচড়ে বসেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এখন থেকে অফিস সংক্রান্ত কোনো বিষয়ে কোনো প্রকার বক্তব্য প্রদানের আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে অফিস আদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের অনুমতিক্রমে কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা নোটিশে এ আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সংক্রান্ত নোটিশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিভিন্ন ফ্লোরে সাটিয়ে দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বিজ্ঞ আইন কর্মকর্তাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিস সংক্রান্ত কোনো বিষয়ে কোনো প্রকার বক্তব্য দেওয়ার আগে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ এবং পূর্ব অনুমতি সাপেক্ষে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
এমএইচডি/কেএ