ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের নতুন ডিজি তৌহিদা রশীদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোলজি বিভাগের অধ্যাপক ড. তৌহিদ রশীদকে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে 'বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৫' এর ধারা ৬(২) এবং ৯(২) অনুযায়ী তিনি এই নিয়োগ পেয়েছেন।
বিজ্ঞাপন
যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বর্তমানে অতিরিক্ত দায়িত্বে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের ডিজি রয়েছেন মো. মঈনুল ইসলাম তিতাস।
বিজ্ঞাপন
এসএইচআর/এসকেডি