ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৭০০ জন পরিচ্ছন্নতাকর্মীর হেপাটাইটিস-বি পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানের নগর ভবনে ডিএনসিসির ৭০০ জন পরিচ্ছন্নতাকর্মীর হেপাটাইটিস-বি সংক্রমণ পরীক্ষার এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তুলে ধরা হয়, এ কার্যক্রমের মাধ্যমে ২.০৯ শতাংশ পরিচ্ছন্নতাকর্মীর হেপাটাইটিস-বি ইনফেকশন শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া এ কার্যক্রমের মাধ্যমে সেবকদের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা অবলম্বনে উৎসাহিত করার জন্য বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। 

এর মাঝে উল্লেখযোগ্য কার্যক্রম হলো : যথাযথ কাউন্সিলিংয়ের মাধ্যমে কর্মীদের আচরণগত পরিবর্তন আনা, লিফলেট, পোস্টার, স্টিকার বিতরণ ও  তাদের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থাকে জোরদারকরণে রাবার গ্লাভস প্রদান করা হয়। 

ডিএনসিসিতে নিযুক্ত সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাদিয়া ফাতেমা কবীর বলেন, সমগ্র উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে ছয়জন ভলান্টিয়ার নিয়োগ করা হয়, যারা কর্মীদের হেপাটাইটিস-বি সংক্রমণ পরীক্ষার পাশাপাশি এ রোগ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রেরণ করেন।

কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ারসহ ডিএনসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএসএস/কেএ