দুদকের মামলা
রূপগঞ্জের ইউপি চেয়ারম্যান জাহেদের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ!
২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাহেদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে ১৯৮৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তার মোট ২২ কোটি ১ লাখ ৬ হাজার টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। যার মধ্যে ২০ কোটি ১২ লাখ ১৮ হাজার টাকার সম্পদ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ। যা তিনি অর্জন ও দখলে রেখে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে সংস্থাটি মনে করছে।
সম্পদের মধ্যে রয়েছে- খিলগাঁওয়ে ৩ কাঠা জমিতে ৫ তলা ভবন ও একই এলাকায় ১২২০ বর্গফুটের ফ্ল্যাটসহ ১১৯ দলিলে ঢাকা ও নারায়ণগঞ্জে ১৯ কোটি ৩ লাখ ২৩ হাজার টাকার স্থাবর সম্পদ। এছাড়া ব্যক্তিগত গাড়ি ও ব্যাংকের সঞ্চয়সহ ৪ কোটি ৫২ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। যেখান থেকে ঋণ ও ব্যয় বাদ দিলে ২০ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার সম্পদের বিপরীতে কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। কাগজে কলমে স্থাবর সম্পত্তির দাম ১৯ কোটি পাওয়া হলেও বাস্তব মূল্যে শত কোটি টাকার বেশি হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ আলী ঢাকা পোস্টকে জানান, তিনি মামলা সম্পর্কে অবগত নন। আর এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
আরএম/এমজে