ডিএনসিসিতে নিরাপত্তাকর্মী নিয়োগের আগে অধিকতর যাচাই-বাছাইয়ে কমিটি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন দপ্তর ও স্থাপনায় গ্রাম পুলিশ বা নিরাপত্তা কর্মী নিয়োজিত করার আগে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা উত্তর কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে তিন সদস্যের কমিটি গঠন করে দেন।
বিজ্ঞাপন
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর ও স্থাপনায় গ্রাম পুলিশ বা নিরাপত্তা কর্মী নিয়োজিত করার আগে তা অধিকতর যাচাই-বাছাই করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি নিরাপত্তা কর্মী নিয়োজিত করার আগে অধিকতর যাচাই-বাছাই করে নেবে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী সচিব মামুনুর রশিদকে। আর সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসির নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হক ভূইয়া। কমিটির অন্য সদস্য হলেন ডিএনসিসির সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যুবরাজ সরকার।
বিজ্ঞাপন
/এএসএস/এসএসএইচ/