জনস্বার্থের কথা উল্লেখ করে দুই প্রকৌশলীকে বদলি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এই দুই প্রকৌশলীকে বদলি করেন।

সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, জনস্বার্থে এ নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলী (পুর) হারুনূর রশীদকে নিজ দপ্তর থেকে বদলি করে অঞ্চল-৫ এ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী (পুর) সাইফুল ইসলাম জয়কে বদলি করে ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টে উপ-প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

/এএসএস/এফকে/