জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ড. নূরুন্নাহার চৌধুরীকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও তিনি এখনও যোগদান করেননি।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে তাকে ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ড. নূরুন্নাহার চৌধুরীকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। তিনি এখন পর্যন্ত বদলি করা কর্মস্থলে যোগদান করেননি। 

এ কর্মকর্তাকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন বিকেল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এসএইচআর/এমএসএ