লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার পদে আরও এক বছর থাকছেন সাব্বির বিন শামস। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে আরও এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সাব্বির বিন শামসকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৮ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মিনিস্টার পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এসএইচআর/এসকেডি