সোহরাওয়ার্দী মেডিকেলে নার্সিং ইন্টার্নশিপে ঘুষ আদায়
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে ইন্টার্নশিপ করতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে। ইন্টার্নশিপ শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে বিনা রশিদে সাড়ে ৭ হাজার টাকা আদায় করার অভিযোগে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বুধবার (২০ সেপ্টেম্বর) সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুদক সূত্রে জানা যায়, শের-ই-বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে ইন্টার্নশিপ করতে আসা শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে বিনা রশিদে সাড়ে ৭ হাজার টাকা আদায় করার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানে এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকের সঙ্গে কথা বলে।
দুদককে তারা বলেন, নার্সিং করার জন্য মাসিক ৫০০ টাকা হারে মোট ৩ হাজার টাকা এককালীন পরিশোধ করতে হয়। তা শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকেই মেডিকেলকে পরিশোধ করা হয়।
বিজ্ঞাপন
কিন্তু অভিযানের সময় ওই প্রতিষ্ঠান থেকে বর্তমানে যারা কোর্স করছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন টিম কমিশনে দাখিল করবে।
অন্যদিকে ঠিকাদারের বিরুদ্ধে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে ভবনের দেয়াল ধসে পড়ার অভিযোগের দুদকের খুলনা অফিস থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে টিম একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনায় জানতে পারে যে, ভবন নির্মাণে প্রাথমিকভাবে ব্রিকস ওয়াল দিয়ে শুরু করার সাতদিনের মধ্যে তা ধসে পড়ে। পরে পুনরায় ভবনটির কার্যক্রম শুরু করা হয়েছে, যা এখনো চলমান। পর্যবেক্ষণ ও নিরপেক্ষ প্রকৌশলীর বাস্তব পরিমাপের ভিত্তিতে প্রাথমিকভাবে কিছুটা ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় খুলনা গণপূর্ত বিভাগের কাছে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পাওয়ার পর টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে বলে জানা গেছে।
আরএম/জেডএস