চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ খোরশেদ আলম (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চকবাজার থানার প্যারেড কর্নার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডিত খোরশেদ আলম নিবন্ধিত কোনো চিকিৎসক নন। চিকিৎসা পেশা সংক্রান্ত তার কোনো ডিগ্রি নেই। তিনি শুধুমাত্র এইচএসসি পাস করেছে। কিন্তু ২০০৭ সাল থেকেই তিনি এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার চকবাজার থানার প্যারেড কর্নারে একটি আবাসিক ভবনে অনকলে চিকিৎসা দেওয়ার জন্য আসেন খোরশেদ। সেখানে অভিযুক্ত চিকিৎসকের চিকিৎসার বিষয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিনকে জানান এক ভুক্তভোগী। তিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনসহ সরেজমিনে উপস্থিত হন। এরপর অভিযুক্ত চিকিৎসককে ভুয়া বলে শনাক্ত করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অভিযুক্ত চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

/এমআর/এফকে/