দুই মোটরসাইকেল চোরকে ধরিয়ে দেওয়ার অনুরোধ পুলিশের
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই চোরকে ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দুই জনের ছবি প্রকাশ করে তাদের কোনো সন্ধান পাওয়া গেলে সবুজবাগ থানায় যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি।
রোববার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, রাজধানীর সবুজবাগ থানার ৪৩/৩১ সবুজকানন এলাকার রান কর্পোরেশনের অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তারে সহায়তা চায় সবুজবাগ থানা পুলিশ।
বিজ্ঞাপন
চুরির ঘটনার মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে রান কর্পোরেশনের অফিসের সামনে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত দুজন সন্দেহভাজনের সন্ধান প্রয়োজন। কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে সবুজবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন (০১৭১৯-৩৩৩৯০৫) অথবা সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৩২০-০৪০১৮৮) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।
/এমএসি/এসএসএইচ/