বিমানবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক রাত ১০টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সোহাগকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জামাল জানান, সোহাগ রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। ঘটনার সময় এয়ারপোর্টের পাশে নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় কাজ করছিল সোহাগ। একটি গ্র্যান্ডিং মেশিনের বিদ্যুতের তারে সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সোহাগ কুড়িগ্রামের চিলমারী উপজেলার পড়ামানিক পাড়ার আব্দুর রশিদের ছেলে। বর্তমানে সে ওই নির্মাণাধীন ভবনেই থাকতো।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএ