বাজার স্থিতিশীল রাখতে সরকার চাল আমদানির অনুমতি দিলেও দামে খুব বেশি পরিবর্তন আসেনি।

বেসরকারিভাবে চাল আমদানির ক্ষেত্রে বাজারজাতকরণের সময় আবারও বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ৭ এপ্রিল পর্যন্ত এলসির সব চাল বাজারে আনার সময় বেঁধে দিয়েছিল সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব আমদানিকারকরা ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি খুলেছেন কিন্তু চাল বাজারজাত করতে পারেননি তাদের এলসি করা সম্পূর্ণ চাল বাজারজাতকরণের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হলো।

উল্লেখ্য, চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে আমদানির অনুমতি দেয় সরকার। তবুও খুব একটা কমেনি চালের দাম।

আসছে সংযমের মাস রমজান। চলছে করোনা রোধে সাত দিনের সরকারি বিধিনিষেধ। সোমবার (৫ এপ্রিল) থেকে বিধিনিষেধ কার্যকর হওয়ায় দেশ কার্যত লকডাউনে। এ পরিস্থিতিতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুদ করছেন ভোক্তারা। এই সুযোগে তরতর করে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। নিষেধাজ্ঞার প্রথম দিনে খুচরা বাজারে চালের দাম বাড়ে এক রাতের ব্যবধানে ১০০ টাকা।

এসএইচআর/এমএইচএস