অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খালেদা আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মূলত তার স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মো. আলমগীর সরদারের রেখে যাওয়া অবৈধ সম্পদে আসামি হয়েছেন খালেদা।

রোববার (৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে আসামি খালেদা আলমের নামে ১ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২৫২ টাকার স্থাবর ও ২১ লাখ ৭৯ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ৮০ লাখ ৭৩ হাজার ১০৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ গ্রহণযোগ্য সম্পদ পাওয়া যায় ১ কোটি ২২ লাখ ৩৭ হাজার ৯৬১ টাকা। অর্থাৎ সম্পদের তথ্য গোপনসহ মোট ৫৮ লাখ ৫ হাজার ২৮০ টাকা জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মো. আলমগীর সরদার মৃত্যুবরণ করায় মামলায় আসামি করা হয়নি বলে জানা গেছে।

/আরএম/এসএসএইচ/