বিস্ফোরক নয় পটকা-আগরবাতি ছিল : এসএ গ্রুপ এমডি
রাজধানীর কাকরাইলে পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ভবনে কোনো বিস্ফোরণ জাতীয় দ্রব্য ছিল না বলে দাবি করেছেন এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভবনটিতে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। মূলত পটকা-আগরবাতি জাতীয় পণ্য ছিল।
সোমবার (৯ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসএ পরিবহন প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এখানে যা ছিল তা ভোক্তার আমানত। তবে সহজে আগুন ধরার মতো ঘটনা ঘটতে পারে না। কেউ কোনো ষড়যন্ত্র করে এখানে আগুনের সূত্রপাতের ব্যবস্থা করে থাকতে পারে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সালাউদ্দিন আহমেদ দাবি করেন, এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ের ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন- সেখানে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না।
এর আগে দুপুর সোয়া ১টায় কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয় আসেন সালাউদ্দিন। এ সময় তিনি তার কর্মী বাহিনী ছাড়াও ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগুনের বিষয়ে জানতে কথা বলেন। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, ৪২ বছর ধরে ব্যবসা করছি। কিন্তু এই ভবনে কখনো আগুনের ঘটনা ঘটেনি। এটা ছোটখাটো ব্যাপার, দুর্ঘটনা। তবে আমরা ক্ষতিগ্রস্ত। এখানে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা আছে। আমার জরুরি পার্সেল পণ্য পুড়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে এমন কোনো বড় ঘটনা ঘটে নাই যে, এটাকে বিস্ফোরণ বলার সুযোগ আছে। দেশে দেখানো হচ্ছে বড় কিছু ঘটছে।
আরও পড়ুন-
গ্রাহকদের ক্ষতিপূরণ দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ক্ষয়ক্ষতি নিরুপণ করি। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, এখানে আগুন লাগার ঘটনা ঘটতে পারে না। তবে কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিল কি না এটা আমাদের বিভাগীয় তদন্তে বেরিয়ে আসবে।
এ সময় তিনি দাবি করেন, ভবনটিতে কোন বিস্ফোরক দ্রব্য ছিল না। এখানে গ্রাহকদের আনা আতশবাজি ও আগরবাতি থাকতে পারে। তবে সেগুলো বিস্ফোরকের আওতায় পড়ে না।
জেইউ/এমজে