করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন করে ৮টি আইসিইউ শয্যা চালু করা হয়েছে। এনিয়ে ২৫০ শয্যার হাসপাতালে ১৮টি আইসিইউ স্থাপন করা হলো। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালে নতুন আটটি আইসিইউর উদ্বোধন করেন। 

এ সময় তিনি বলেন, গতবছর করোনা শুরুর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একটি আইসিইউও ছিল না। সেখানে বঙ্গবন্ধু  কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দুই দফায় ১৮টি আইসিইউ স্থাপন করা হয়েছে। কোনো কিছু না থাকা এ হাসপাতাল আজ পূর্ণাঙ্গ কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের  কোভিড ইউনিটের প্রধান ডা. আবদুর রব, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান।

কেএম/জেডএস