সঞ্চালন লাইন নির্মাণে যৌথ কনসালটেন্ট নিয়োগ পিজিসিবির
বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইনের যমুনা রিভারক্রসিং অংশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে দুটি কোরিয়ান ও একটি দেশীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) পিজিসিবির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কোরিয়া ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (কেপকো), জিনকোয়াং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোরিয়া এবং এমএনএম পাওয়ার সলিউশন লিমিটেড বাংলাদেশ-এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করা হয়।
বিজ্ঞাপন
পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের পক্ষে কেপকোর মহাব্যবস্থাপক বাদা হান চুক্তিপত্রে সই করেন।
চুক্তি মোতাবেক যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানটি আগামী ২৪ মাস উক্ত রিভারক্রসিং লাইন নির্মাণে কনসালটেন্সি সেবা প্রদান করবে।
বিজ্ঞাপন
ওএফএ/এসকেডি