ডেন্টাল চিকিৎসকদের সংগঠন ওরাল ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের ডিন ও বর্তমান সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়লকে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত করা হয়। একইসঙ্গে মহাসচিব করা হয়েছে বর্তমান কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে।

শনিবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শুক্রবার রাজধানীর একটি রিসোর্টে সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদসহ ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

টিআই/এমএসএ