আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম এবং প্রতীকের পোস্টারসহ ইত্যাদি নির্বাচনী সামগ্রীর চূড়ান্ত মুদ্রণ/ছাপাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মুদ্রণ হতে যাওয়া সামগ্রিক বিষয়গুলো যাচাই-বাছাইয়ের জন্য প্রুফ দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি।

সোমবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. হেলাল উদ্দিন খানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে ইসি।

চিঠিতে ইসি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রসহ ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণ বিধি, প্রতীকের পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি নির্বাচনী সামগ্রী চূড়ান্ত মুদ্রণের আগে যাচাই-বাছাই ও প্রুফ দেখার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ইসির উপসচিব মুহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ মুঞ্জুরুল আলম, সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ মাহ্বুব আলম, সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম এবং নির্বাচন কর্মকর্তা জেবুন নাহারকে রেখে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সংসদ নির্বাচনের মনোনয়নপত্রসহ ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি নির্বাচন সামগ্রী চূড়ান্ত মুদ্রণের পূর্বে যাচাই-বাছাই ও প্রুফ দেখবে।

এসআর/কেএ