বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. জিল্লুর রহমান চৌধুরীকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতির পর জিল্লুর রহমানকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষেই পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যা বাংলাদেশের স্থল বন্দরগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। বর্তমানে বাংলাদেশের ২৪টি স্থলবন্দর রয়েছে। 

এসএইচআর/কেএ