ফিলিস্তিনের পাশে মুসলিম বিশ্বকে দাঁড়ানোর আহ্বান
সারাবিশ্বের মানবতাবাদী মানুষদেরকে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রোববার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ওবায়দুল হক বলেন, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এবং ইসরাইলের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনি এবং ইসরাইলের অনেক ক্ষয়ক্ষতি সংগঠিত হয়েছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন তাদের অধিকার আদায়ে নির্যাতনের শিকার হয়ে আসলেও বিশ্বের মানবতাবাদী মানুষ ফিলিস্তিনিদের সমস্যা সমাধানের কার্যকর সমাধান ঘটাতে পারেনি।
তিনি বলেন, গাজার বাসিন্দারা অবরোধের কারণে পানি-খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণসহ স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের পাশে বাংলাদেশসহ সব মুসলিম দেশকে দাঁড়াতে হবে।
বিজ্ঞাপন
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে একাত্মতা পোষণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিতে হবে। বিশ্বের মুসলিমদের শান্তির জন্য বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর আবুল কাছেম কাছেমী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিছুর রহমান, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান মো. আবুল কাশেম মজুমদার, গণ রাজনৈতিক জোটের সভাপতি সৈয়দ লিটু, তৃণমূল বিএনপির যুগ্মমহাসচিব রোখসানা আমিন সুরমা, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বজলুর রহমান আমিনী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ড. মোঃ মাসুদ হোসেন প্রমুখ।
ওএফএ/এমএ