ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সংহতি ও সমর্থন প্রকাশে উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ কমিশনারদের একটি যৌথ ঘোষণা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ।

রোববার (২২ অক্টোবর) ঢাকায় ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনের দুই দিনব্যাপী বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা গাজায় নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ নৃশংসতার নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে গাজায় সহিংসতা বন্ধ করার এবং নিরীহ বেসামরিকদের জীবন বাঁচানোর জন্য সংঘাতপূর্ণ এলাকায় মানবিক প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানান।

ফিলিস্তিনের প্রতি সমর্থনে পররাষ্ট্রসচিবের যৌথ ঘোষণা গ্রহণের সমর্থনে সাড়া দেয় বৈঠকে অংশ নেওয়া ডি-৮ সদস্য রাষ্ট্রগুলো।

একটি অর্থনৈতিক ব্লক হিসেবে ২৬ বছরে ডি-৮-এর যাত্রার প্রশংসা করে মাসুদ বিন মোমেন জোটটির কমিশনারদের সদস্য রাষ্ট্রগুলোর প্রচেষ্টাকে একত্রিত করে অর্থনৈতিক সহযোগিতার যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

বৈঠকে ডি-৮ মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, সদস্য রাষ্ট্রের ডি-৮ কমিশনার এবং সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এনআই/এসএসএইচ