চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে থানার কালুরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বয়স বছর। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহালে যুবক অমুসলিম বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ভবঘুরে ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/কেএ