চিটাগাং শিশু পার্ক সিলগালা
চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকার চিটাগাং শিশু পার্ক সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এবং নু-এমং মারমা মং এ অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
প্রশাসনের অভিযানে মূল ফটক বন্ধ করে দিয়ে সেখানে একটি বিজ্ঞপ্তি সাঁটানো হয়। এতে লেখা রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আদেশক্রমে মিলিটারি এস্টেটস অফিসার, পূর্বাঞ্চল, চট্টগ্রাম সেনানিবাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং বলেন, শিশু পার্কের জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। চট্টগ্রাম সিটি করপোরেশনকে যেসব শর্তে জমিটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটায় এটির ইজারা বাতিল করা হয়েছে। একইসঙ্গে সেখানে গড়ে তোলা পার্কটি সিলগালা করে দিয়ে জমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে গড়ে তোলা শিশু পার্কটি বন্ধ করতে চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল। এ দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এমআর/এমজে