না ফেরার দেশে ডা. মুবাশ্বির
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ ২৯ দিন ধরে চিকিৎসাধীন থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের চিকিৎসক ডা. মুবাশ্বির। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ২টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
বিজ্ঞাপন
আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ছাত্র ডা. মুবাশ্বির আজ মহাপরাক্রমশালী আল্লাহর মেহমান হয়ে পৃথিবী ত্যাগ করেছেন। দীর্ঘ ২৯ দিনের পথচলায় তার চিকিৎসা সেবার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে, তাকে শহীদের মর্যাদা দান করুক, আমীন।
বিজ্ঞাপন
টিআই/এমএসএ