দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হচ্ছে আগামীকাল (২৮ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে গিয়ে প্রকল্পটি উদ্বোধন করবেন।

এ উপলক্ষ্যে প্রথমে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখার চিন্তা করা হয়েছিল। তবে পরবর্তীতে সেটি কার্যকর করা হয়নি। শুধুমাত্র ভিভিআইপি বিবেচনায় যতটুকু নিয়ম রয়েছে সেটি পালন করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, প্রথমে নির্দিষ্ট সময় ফ্লাইট বন্ধের চিন্তা ছিল। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মানা করে দেওয়া হয়েছে। তবে ভিভিআইপি বিবেচনায় যতটুকু নিয়ম পালন করা দরকার সেটি পালন করা। এর মানে হলো, প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করবেন সেটির আশেপাশে এক নটিক্যাল মাইল এবং ৩ হাজার ফুট উচ্চতার মধ্যে কোনো ফ্লাইট যেতে পারবেন। এটি মাথায় রেখে যতটুকু ফ্লাইট অপারেট করা যায় তা করব।

টানেল উদ্বোধন উপলক্ষ্যে ২৮ অক্টোবর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে, এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে ৯টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টার চট্টগ্রাম নেভাল একাডেমিতে পৌঁছাবে। সাড়ে ১১টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন করবেন। এরপর টানেল দিয়ে আনোয়ার পৌঁছে ১২টায় সমাবেশে যোগ দেবেন তিনি। ২টায় জনসভা শেষ করে আবার টানেল হয়ে পতেঙ্গা এবং নেভাল একাডেমি থেকে ২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকায় রওনা দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে, টানেল উদ্বোধন উপলক্ষ্যে ২৭ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে ফৌজদারহাট-পতেঙ্গা আউটার রিংরোডে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এসময়ে সড়কটিতে চলাচলকারী গাড়িগুলোকে বিকল্প সিটি গেইট-একে খান-সাগরিকা রোড-ক্রসিং- বড়পুল- নিমতলা হয়ে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও একই সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরগামী লোকজনকে সিমেন্ট ক্রসিং থেকে বোট ক্লাব হয়ে যাওয়ার জন্য বলা হয়ে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক ঢাকা পোস্টকে জানান, ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে সিমেন্ট ক্রসিং থেকে কাঠগড় হয়ে কোনো যানবাহন সি বিচ বা এয়ারপোর্টে যেতে পারবে না। আবার এয়ারপোর্ট মোড় থেকে কোনো গাড়ি বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি বিচ এলাকায় যাওয়া যাবে না।

জানা গেছে, কর্ণফুলী নদীর দুই তীর সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে 'ওয়ান সিটি টু টাউন' গড়ে তোলার লক্ষ্যে টানেলটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন। 

এমআর/এসকেডি