চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত নারীর বিষপান
রাজধানীর নীলক্ষেতে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত আয়েশা সিদ্দিকা উর্মী (৩০) নামে এক নারী বিষপান করেছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি বিষপান করেন বলে জানা গেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর তার পাকস্থলী ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করান চিকিৎসক।
বিজ্ঞাপন
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা আরেক আন্দোলনকারী রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে চাকরির বয়সসীমা ৩৫ বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করে আসছি। একপর্যায়ে নীলক্ষেত মোড়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শাহীন শাহ সেখানে উপস্থিত হন। তিনি আমাদের আন্দোলনের বিষয়ে কর্ণপাত না করে উল্টো আমাদেরকে ধমকাতে থাকেন।
তিনি বলেন, এই ঘটনা দেখে আমাদের আন্দোলনকারী আয়েশা সিদ্দিকা ঐ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেন— যদি আমার কিছু হয়, তাহলে এর দায় রাষ্ট্রকে নিতে হবে। এই কথা শোনার পর ওই কর্মকর্তা উর্মীকে বলেন— আপনি মারা যান, সেই দায় আমি নেব। এরপর ওই উর্মী প্রকাশ্যে সবার সামনে বিষ জাতীয় তরল পান করেন। পরে আমরা আন্দোলনরতরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।
বিজ্ঞাপন
তিনি জানান, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উর্মীর পাকস্থলী ওয়াম করেছেন। এরপর তাকে মেডিসিন ভবনের ৭০২ নং ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন। উর্মী কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকার মিন্টু মিয়ার মেয়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নীলক্ষেত থেকে অসুস্থ অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। বিষপানে অসুস্থ ওই নারীকে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এসএএ/কেএ