ফাইল ছবি

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিল এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে নটরডেম কলেজের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স। সতর্ক অবস্থায় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। 

জেইউ/এমএ