মহাসমাবেশে বাধা দান এবং পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। পরে জামায়াতে ইসলামীও আলাদা করে হরতাল আহ্বান করেছে।

পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা রক্ষায় রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে রাত থেকে রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এদের মধ্যে রমনায় ১, মতিঝিলে ২ ও পল্টনে ২ প্লাটুন বিজিবি টহলে থাকবে। সচিবালয়ে ২ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেইউ/এসএসএইচ