ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা দ্রুত বন্ধের দাবি বাংলাদেশের
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নারী, শিশুসহ সাধারণ মানুষ হত্যার তীব্র নিন্দা জানানো হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধের আহ্বান জানায়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গত ২৭ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন আয়োজনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অধিবেশনে গৃহীত রেজল্যুশনটিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সাধারণ পরিষদ ইসরায়েলকে ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যাকে জোরপূর্বক স্থানান্তর করার প্রচেষ্টা বন্ধ করতে বলেছে। একইসঙ্গে অবৈধভাবে বন্দী সকল বেসামরিক নাগরিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রেজুলেশন গৃহীত হওয়ার পরপর গাজায় হামলা বৃদ্ধি করে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রতি ইসরায়েলের চরম অবহেলার নিন্দা জানায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে এ অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। সেজন্য বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।
এনআই/এমএ