চট্টগ্রামে হেলে পড়া ভবন দ্রুত ভাঙা হবে : সিডিএ
চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় হেলে পড়া কার্তিক ভবন দ্রুততম সময়ের মধ্যে ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহিনুল ইসলাম খান।
রোববার (১১ এপ্রিল) হেলে পড়া ভবনটি পরিদর্শন শেষে ঢাকা পোস্টকে একথা বলেন তিনি।
পরিকল্পনাবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ ছাড়াই ভবনটি তৈরি করেছেন মালিকপক্ষ। ভবনটির কোনো নকশা করা হয়নি। উল্টো পরে বিভিন্ন সময়ে ভবনের আশপাশে গর্ত করা হয়েছে। মালিকপক্ষ বুঝতে পেরেছিলেন ভবনটি হেলে পড়ছে।
তিনি আরও বলেন, ভবনটি ভাঙার বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেছি। দ্রুততম সময়ে ভবনটি ভাঙার কাজ শুরু করতে হবে। ওপর থেকে দ্রুত ভাঙার কাজ শুরু করা হবে। দ্রুততম সময়ে না করলে আশেপাশের লোকজন বিপদে পড়বেন।
বিজ্ঞাপন
আজ না সোমবার থেকে ভাঙা শুরু হবে ঢাকা পোস্টের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময় বলতে পারছি না। তবে দ্রুতই ভাঙা হবে ভবনটি।
এর আগে সকালে হেলে পড়া ভবনের অবস্থা দেখতে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ঝুঁকিপূর্ণ ভবন অদক্ষ লোকবল দিয়ে ভাঙার চেষ্টা করা হলে ঝুঁকি আরও বাড়বে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকটাও খেয়াল রাখতে হবে।
বিজ্ঞাপন
ভবনের মালিক দীপ নারায়ণ ঘোষ সাংবাদিকদের বলেন, আমাদের কাছে ভবনের নকশা এবং অনুমোদন সংক্রান্ত প্রমাণ রয়েছে।
শনিবার (১০ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালী থানার এনায়েতবাজার গোয়ালপাড়া 'কার্তিক ভবন' নামের ভবনটি হেলে পড়ে। তবে সঙ্গে সঙ্গে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
কেএম/জেডএস