দায়িত্বে অবহেলায় বরখাস্ত হলেন ডিএনসিসির ভেকসিনেটর
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর কর্পোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৩ এর স্বাস্থ্য শাখার ভেকসিনেটর নেসার আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে, ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন।
ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, ডিএনসিসি কর্মচারী বিধিমালা আইন মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা এবং অসদাচরণের অভিযোগে বিধিমালা ৫৫ এর ১ উপধারা মোতাবেক চাকরি থেকে এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্ত হবেন। এছাড়া, তাকে সাময়িক বরখাস্ত করা বিষয়ক চিঠি ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
এএসএস/কেএ