এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধিদল এবং নেপালের পররাষ্ট্রসচিব ভারত রাজ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব বাংলাদেশি কূটনীতিক রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে মহাসচিবের সঙ্গে প্রতিনিধিদল এবং নেপালের পররাষ্ট্রসচিব সাক্ষাৎ করেন।

সার্ক সচিবালয় জানায়, গত শুক্রবার সার্কের মহাসচিবের সঙ্গে নেপালের পররাষ্ট্রসচিব ভারত রাজ সৌজন্য সাক্ষাৎ করেন। তারা সার্কের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। একই দিন এডিবির একটি প্রতিনিধিদল মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চল প্রধান থিএম হি।

এছাড়া সম্প্রতি মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার্কের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সার্কের মহাসিচব বাংলাদেশের কূটনীতিক গোলাম সারোয়ার গত ২৫ অক্টোবর নেপালের সার্ক সচিবালয়ে সংস্থাটির মন্ত্রিপরিষদের অনুমোদনক্রমে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে সার্কের মহাসচিবের দায়িত্ব নিলেন। আর সার্ক পেল ১৫তম মহাসচিব।

এনআই/এমএ