রাজধানীর নীলক্ষেত মোড়ের সামনে যাত্রীবাহী বাস ও এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দেওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু।

তিনি বলেন, গতকাল (শনিবার) নিউমার্কেট থানাধীন গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনির সামনে ও এলিফ্যান্ট রোডে বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে, একটি মিরপুর লিংক পরিবহনের এবং অপরটি গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনের বাস। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আজ (রোববার) একটি মামলা দায়ের করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিয়ে ক্ষতিসাধন এবং সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে— এ বিবেচনায় মামলাটি করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে আজ (শনিবার) সন্ধ্যার পর থেকে নিউমাকের্ট এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, বাসে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এরইমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান  নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম। তিনি বলেন, বাসে আগুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করার জন্য কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাজ করছে। এছাড়া, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। আশা করি খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।

এর আগে, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকার পতনের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। এরপর গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফের আজ (রোববার) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরএইচটি/কেএ