অবরোধের নামে পরিবহন শ্রমিক ও যানবাহনের ওপর হামলা চালালে হামলাকারীকে— ‘গজারি লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা’ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আয়োজিত 'সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘নি‌জে‌কে বাঁচা‌নোর অধিকার তো আপনা‌দের র‌য়ে‌ছে। আপনাদের ওপর অ্যাটাক (হামলা) করলে ছেড়ে দেবেন কেন? আপনাদের কাছে গজারি লাঠি আছে পিটিয়ে ঠান্ডা করে দেবেন।’

তিনি আরও বলেন, ‘আপনার সাম‌নে রু‌টি-রু‌জির জায়গাটা পু‌ড়িয়ে দি‌বে আর আপ‌নারা ব‌সে থাক‌বেন? এটা হ‌তে পা‌রে না। আমা‌দের নিরাপত্তা বা‌হিনী তো আ‌ছেই আপনারাও ঘু‌রে দাঁড়ান।’

অবরোধে গাড়ি বন্ধ করা কোনো স‌ঠিক জবাব নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, যারা অবরোধে গাড়িতে আগুন জ্বালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী সহায়তা করবেন বলেও জানান তিনি।

অপরদিকে নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন হবে। কোনো হুমকি-ধামকি কাজে আসবে না। যতই হুঙ্কার দেন কাজ হ‌বে না।’

অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত‌ ছি‌লেন আওয়ামী লীগের সভাপ‌তি মন্ডলীর সদস‌্য শাজাহান খাঁন, বাস মালিক সমিতির চেয়ারম্যান মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ।

জেইউ/এমটিআই