সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, মো. আবদুল মান্নান, খাজা মিয়া, মো. শহীদ উল্লা খন্দকার ও মো. আখতার হোসেন

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সচিব। তাদের মধ্যে আছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।

গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। জানতে চাইলে তার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ মাসুম বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ‘তিনি বর্তমানে ভালো আছেন। স্বাভাবিক আছেন। বাসা থেকে আজও অনলাইনে একটি মিটিংয়ে অংশ নেন তিনি।’

খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম

গত ১ এপ্রিল রাত থেকে শারীরিক জটিলতা দেখা দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি হওয়া সচিব মো. আব্দুল মান্নানের। এরপর করোনা শনাক্ত হয় তার। পরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখন তিনি বাসায় আইসোলেশনে আছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান

শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, ‘একটু আগে হাসপাতাল থেকে বাসায় আসলাম। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।’

মার্চের শেষের দিকে করোনায় আক্রান্ত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল আহসান ঢাকা পোস্টকে বলেন, ‘তিনি এখন ভালো আছেন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া

করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। তার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, ‘দুই সপ্তাহের বেশি হলো তিনি করোনায় আক্রান্ত। সাতদিন হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি বাসায় আছেন। সুস্থ থাকলেও তিনি করোনা নেগেটিভ হননি।’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার

গত ২৩ মার্চ আক্রান্ত হলেও এখন করোনামুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। তার ব্যক্তিগত কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মহন্ত ঢাকা পোস্টকে বলেন, গত ৩ এপ্রিল তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি অফিস করছেন।

এসএইচআর/এমএআর/