মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে সার্বিক বিষয় বিবেচনায় নেওয়া উচিত
জীবন যাপনের ব্যয়সহ, সার্বিক বিষয় বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করা উচিত বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি শ্রমিক আন্দোলনের ফলে গাজীপুর আশুলিয়া ও মিরপুরে সাড়ে চারশো পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার ঘটনায় কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, এর ফলে ৪০ লাখ শ্রমিক বেকার হয়ে যেতে পারে, যা অত্যন্ত আশঙ্কাজনক। এতে মালিক-পক্ষ যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি একটি বিশাল জনগোষ্ঠী তাদের দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে তীব্র সংকটের সম্মুখীন হতে পারে।
বিজ্ঞাপন
কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন যাপনের ব্যয় বৃদ্ধি এবং মালিকদের সামর্থ্য ইত্যাদি সার্বিক বিষয় বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
তিনি বলেন, এ কথা স্মরণে রাখা উচিত এই খাত দেশের অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন আমাদের মালিক ও শ্রমিক সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। এই খাতকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রেখে সম্মিলিতভাবে চলমান সংকট মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞাপন
জেইউ/এসকেডি